রাধানগর ইউনিয়নের মধ্যদিয়ে চিকলি নদী প্রবাহমান। অতীতে নদীটি খরস্রোতা নদী হিসাবে পরিচিত ছিল। কিন্তু কালের
বিবর্তনে বর্তমান নদীটি মৃত প্রায়। রাধানগর ইউনিযনে উল্লেখ যোগ্য কোন বিল নেই বল্লেই চলে।
চিকলী নদীঃ রাধানগর ইউনিয়নের উত্তরে অঞ্চল থেকে শুরু করে অত্র ইউনিয়নের পূর্ব দিকে পাঠানপাড়া বালাপাড়া অঞ্চল পর্যন্ত নদীটি প্রবাহমান অবস্থায় আছে।
ফলিমারীর নালাঃ রাধানগর ইউনিয়নের পশ্চিম দিক (রাধানগর দক্ষিন খামারপাড়া) থেকে শুরু করে অত্র ইউনিয়নের দক্ষিন অঞ্চল দিক (সিট দিলালপুর) পর্যন্ত বর্তমানে প্রবাহমান।
ধোধরার নালাঃ দিলালপুর ছাতারপাড়া থেকে শুরু করে সাকোর ব্রিজ হয়ে চিকলী নদির সংযোগ স্থান পর্যন্ত নালাটি প্রবাহমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস